ব্যাগ তল্লাশিতে বাড়তি অর্থ দিতে হবে অ্যাপল কর্মীকে

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪৭  
দিন শেষে খুচরা বিক্রয়কেন্দ্রের কর্মীদের ব্যাগ তল্লাশি আইফোন নির্মাতা অ্যাপল। এজন্য কাজ শেষে স্টোর ম্যানেজারকে দিয়ে ব্যাগ তল্লাশি শেষে বাড়ি ফিরতে অনেক সময় অপেক্ষা করতে হয় অ্যাপল কর্মীদের। এখন থেকে এই ব্যাগ তল্লাশির জন্য যে বাড়তি সময় ব্যয় হবে, তার জন্য কর্মীদের বাড়তি অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে এক আদালত। অবশ্য ব্যাগ তল্লাশির জন্য যে সময় ব্যয় হয়, তার জন্য কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। প্রযুক্তি বিষয়ক পোর্টাল সিনেট জানিয়েছে, ২০১৩ সালে দায়ের করা এক ক্লাস-অ্যাকশন মামলার রায়ে এমন সিদ্ধান্ত দিয়েছেন আদালত। ওই মামলায় সাবেক দুই অ্যাপল কর্মী অভিযোগ করেছিলেন, অ্যাপল স্টোরের কর্মীদের দিন শেষে বাড়িতে যাওয়ার আগে ব্যাগ তল্লাশি করানোর জন্য প্রতিদিন ৩০ মিনিটের বেশি সময় অপেক্ষা করতে হয় এবং স্টোর ম্যানেজারের কাছে নিজেদের ব্যাগ তল্লাশি শেষে তাদের বাড়ি ফিরতে হয়। এমনটি করতে রাজি না হলে চাকরি হারাতে হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে মামলাটি খারিজ করে দিয়েছিলেন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক উইলিয়াম অ্যালসাপ। অ্যাপলের পক্ষে রায় দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বাদীরা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। সাম্প্রতিক রায়ে সুপ্রিম কোর্টের বিচারক টানি ক্যানটিল বলেন, অ্যাপল নিজেদের ইচ্ছেমতো সার্চ নীতি চালাতে পারে, যেভাবে খুশি। কিন্তু প্রতিষ্ঠানটিকে অবশ্য এ কাজের জন্য কর্মীদের যে বাড়তি সময় নষ্ট হয়, তার জন্য বাড়তি অর্থ পরিশোধ করতে হবে। এ রায়ের বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।